ব্যারাকপুর : ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়কে হয়রানি করার অভিযোগ উঠল নৈহাটির এক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে, নৈহাটির রাজেন্দ্রপুরে অবস্থিত এমএম ট্রেডার্স নামক একটি কারখানায় ভাটপাড়া পুরসভার গাড়ি ও কর্মী ব্যবহারের অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখতে গত ৮ মে সেখানে গিয়েছিলেন সত্যেন রায়। উক্ত কারখানায় থাকা ভাটপাড়া পুরসভায় ব্যবহৃত একটি গাড়ি এবং পুরসভার কর্মীর তিনি ছবি মোবাইলে লিপিবদ্ধও করেন। এরপর পরদিন ৯ মে ওই কারখানার ম্যানেজার পুলক গাঙ্গুলি শিবদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগপত্রে কারও নাম উল্লেখ করা হয়নি। নিরাপত্তারক্ষীকে মারধোর করার অভিযোগ করেন কারখানার ম্যানেজার পুলক বাবু। যদিও অভিযোগপত্রে কারও নাম উল্লেখ করা হয়নি। সেই ঘটনায় বুধবার শিবদাসপুর থানার পুলিশ ১৬০ ধারায় নোটিশ দিয়ে তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়কে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন। থানা থেকে বেরিয়ে কাউন্সিলর সত্যেন রায় বলেন, মিথ্যা অভিযোগ দায়ের করে তাকে হয়রানি করেছে এমএম ট্রেডার্স নামক কারখানা কর্তৃপক্ষ। যদি নিরাপত্তারক্ষীকে মারধোর করা হয়, সেই মারধোরের সিসিটিভি ফুটেজে দেখাক। সত্যেন রায়ের দাবি, ভাটপাড়া পুরসভার গাড়ি ও কর্মী ব্যবহার করার ছবি তোলায় ওই কারখানা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে কাউন্সিলরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা মাত্র।