ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১১ বিশ্বকাপ জয়ের কৃতিত্ব শুধু কেন মহেন্দ্র সিং ধোনি পাবেন? ক্রিকেট যখন একটা টিম গেম, তখন কাপ জয়ের কৃতিত্ব শুধু প্রাক্তন অধিনায়কের কেন? এমনই প্রশ্ন তুললেন হরভজন সিং। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন অফ স্পিনার বলেন, বিশ্বকাপ যদি শুধু ধোনিই জেতায় তাহলে কি বাকিরা লস্যি খেতে গিয়েছিল!
২০১১ সালের ২ এপ্রিল ওয়াংখেড়ের বাইশ গজে ২৭৫ রান তাড়া করছিল টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীর ৯৭ রান করলেও, সবাই ধোনির সেই অপরাজিত ইনিংসে এখনও মজে রয়েছেন। ৭৯ বলে ৯১ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’। তাই ক্রিকেটপ্রেমীরা ধোনিকেই কৃতিত্ব দেন। আর সেটাই মেনে নিতে পারছেন না ভাজ্জি। তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, “অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে সবাই বলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে। কিন্তু টিম ইন্ডিয়া যখন বিশ্বকাপ জিতেছিল,তখন সবাই বলতে শুরু করেছিল যে ধোনি জিতেছে, তাই যদি হয় তাহলে অন্যরা কি লস্যি খেতে গিয়েছিল?”
সেই বিশ্বকাপ জয়ের জন্য ধোনিকে কৃতিত্ব দেওয়ায় এর আগে বিরক্তি প্রকাশ করেছিলেন গম্ভীর। এবার মুখ খুললেন ভাজ্জিও।