বিরাটের জন্য বাজি রাখলেন নিজের দু লক্ষ টাকার আইফোন

তিনি যে ভক্তদের কাছে ‘ভগবান’, তা যেন বারবার প্রমাণ করে চলেছেন বিরাট কোহলি। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ব্যবহার—দু’ক্ষেত্রেই কোহলি আলাদা। আমজনতা থেকে শুরু করে উঠতি ক্রিকেটার, সকলের কাছেই তিনি অনুপ্রেরণা। সেই ছবিই ফের একবার ধরা পড়ল আলিবাগে তাঁর অনুশীলন সেশনে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিজয় হাজারে ট্রফির আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে মুম্বইয়ের দক্ষিণে উপকূলীয় শহর আলিবাগে নেট অনুশীলনে ব্যস্ত ছিলেন বিরাট। আন্তর্জাতিক সূচির ফাঁকে ফিটনেস ও ম্যাচের ছন্দ ধরে রাখাই তাঁর লক্ষ্য। সেই অনুশীলনে নেট বোলার হিসেবে ছিলেন ঝাড়খণ্ডের উদীয়মান পেসার ঋত্বিক পাঠক। তরুণ ক্রিকেটারের কাছে কোহলির সামনে বল করা এমনিতেই স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা। তার উপর অনুশীলনের ফাঁকে যে ঘটনা ঘটল, তা আজীবন মনে রাখবেন ঋত্বিক।
নেটের এক বিরতিতে ঋত্বিক তাঁর আইফোনের কভারে সই করার অনুরোধ করেন বিরাটকে। এক মুহূর্তও দ্বিধা না করে সেই আবদার মেটান ‘কিং কোহলি’। শুধু সই করেই থেমে থাকেননি, ফোনের ব্যাক ক্যামেরা দিয়েই গোটা মুহূর্তটি নিজেই ভিডিও করে দেন বিরাট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঋত্বিক পাঠক। ক্যাপশনে লেখেন, ‘ফোনটি হয়তো চিরকাল টিকে থাকবে না, কিন্তু ভিডিওটি থেকে যাবে।’ পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
এখানেই শেষ নয়। বিরাট কোহলিকে ট্যাগ করে ঋত্বিক আরও লেখেন, ‘জীবনে একবার কী দু’বার এমন ঘটে! কোহলিকে টানা তিন দিন বল করার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’ তরুণ ক্রিকেটারের এই আবেগঘন পোস্টে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, বড় তারকা হয়েও কোহলির এই বিনয়ই তাঁকে অন্যদের থেকে আলাদা করে।
আলিবাগে অনুশীলনের সময় নেট বোলারদের সঙ্গে ছবিও তুলেছেন বিরাট। হাসিমুখে তরুণদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। এমন ব্যবহার যে উঠতি ক্রিকেটারদের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দেয়, তা বলাই বাহুল্য। মাঠের পারফরম্যান্সের দিক থেকেও দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে তিন ম্যাচে দু’টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করে সিরিজের সেরা হয়েছেন তিনি। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৪ ও ১৮ জানুয়ারি। অন্যদিকে, বিজয় হাজারে ট্রফি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, তবে গ্রুপ পর্ব শেষ হয়ে যাবে ৮ জানুয়ারির মধ্যেই। ফলে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের আগে পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবেন বিরাট।
বিশেষজ্ঞদের মতে, দিল্লির জার্সিতে বিজয় হাজারে ট্রফি খেলে ম্যাচ ফিটনেস ধরে রাখাই কোহলির মূল লক্ষ্য। তারই প্রস্তুতি চলছে আলিবাগে। আর সেই অনুশীলন সেশনের মাঝেই মানবিক কোহলির যে ছবি সামনে এল, তা আবারও প্রমাণ করল—তিনি শুধু একজন মহান ক্রিকেটার নন, ভক্তদের চোখে সত্যিই ‘ভগবান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + six =