বর্তমানে পুরোদমে চলছে সাফ চ্যাম্পিয়নশিপ। তার মাঝেই এ বার প্রকাশিত হল ফিফা ব়্যাঙ্কিং। এ বারের সাফ চ্যাম্পিয়নশিপের আগে ভারতের হেড কোচ ইগর স্টিমাচ জানিয়েছিলেন, ফিফা ক্রমতালিকা নিয়ে ভাবছেন না তাঁরা। স্টিমাচের কথাতেই পরিষ্কার ছিল যে, প্রতিটি দলকেই সমান গুরুত্ব দিচ্ছে ভারত। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ-এ-তে রয়েছে ভারত। ১ জুলাই লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ইগর স্টিমাচের ভারত। তার আগে ফিফার ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল ভারতের। গত ৫ বছরে সেরা স্থানে পৌঁছেছে টিম ইন্ডিয়া। এক ধাপ এগিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ে সুনীল ছেত্রীর ভারত এখন ১০০ নম্বরে। কয়েকদিন আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত। সেই সুবাদে ফিফা ব়্যাঙ্কিংয়ে উন্নতি করল টিম ইন্ডিয়া। ভারতের এই ব়্যাঙ্কিংয়ে উত্থানের দিন কোচ ইগর স্টিমাচ বলেন, ‘ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের উন্নতি হয়েছে এটা জানতে পেরে আমি খুশি হয়েছি। আমাদের আগামী কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করে এই স্থানে উন্নতি করার চেষ্টা করতে হবে।’ শেষ বার ২০১৮ সালের ১৫ মার্চ ফিফা ব়্যাঙ্কিংয়ে ৯৯ স্থানে পৌঁছেছিল ভারত। পাঁচ বছর পর ফের সেরা স্থানে পৌঁছেছে টিম ইন্ডিয়া। বর্তমানে ভারতীয় দল বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যস্ত।