ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার ইয়োহান বেঞ্জামিন প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে উয়েফা ইউথ লিগে খেললেন। যা ইতিহাস, এর আগে কোনও ফুটবলার এই মঞ্চে পৌঁছতে পারেনি। পর্তুগালের এফসি পোর্তোর বিরুদ্ধে হোম ম্যাচে স্লোভেনিয়ার এনকে ব্র্যাভোর হয়ে মাঠে নামলেন মুম্বইয়ের বেঞ্জামিন। প্রথম একাদশে দলের সঙ্গে ছিলেন এবং ৭৯ মিনিট পর্যন্ত খেলেন। তবে এই ম্যাচ বেঞ্জামিনের দল ০-৪ গোলে হেরে গিয়েছে।
বেঞ্জামিনের ফুটবল কেরিয়ার শিলং লাজং অ্যাকাডেমিতে শুরু হয়েছিল। শিলং লাজংয়ে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেন তিনি। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৩টি ম্যাচে ন’টি গোল রয়েছে। ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন বেঞ্জামিন। এরপরই এনকে ব্রাভোর ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগ দেওয়ার প্রস্তাব পান তিনি। সেখানেই স্লোভেনীয় যুব লিগ, নেক্সটজেন লিগায় চারটি ম্যাচে খেলেন, দু’টি গোলও করেছেন।

