সন্তোষ ট্রফির চতুর্থ ম্যাচে এসে থামল বাংলার জয়ের ধারা। মণিপুর ও বাংলার খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। কোনও দলই গোল করতে পারেনি। গোলশূন্য ভাবে শেষ হয়েছে বাংলা-মণিপুর ম্যাচ। চার ম্যাচ খেলে বাংলার ঝুলিতে এখন ১০ পয়েন্ট।
এর আগে সন্তোষ ট্রফির প্রথম তিনটি ম্যাচেই বাংলার জয়জয়কার হয়েছে।
রাজস্থানের বিরুদ্ধে আগের ম্যাচ জিতে বাংলা জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করেছে। বাংলা ২-০ গোলে হারায় রাজস্থানকে। বাংলার হয়ে গোল করেন রবিলাল মান্ডি ও নরহরি শ্রেষ্ঠ।
প্রথম ম্যাচে বাংলা ৩-১ গোলে মাটি ধরায় জম্মু-কাশ্মীরকে। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ম্যাচে রবি হাঁসদা গোল করেছিলেন। গোল পেয়েছিলেন নরহরি শ্রেষ্ঠও। দ্বিতীয় ম্যাচেও রবি ও নরহরি শ্রেষ্ঠ জ্বলে ওঠেন।
দ্বিতীয় ম্যাচে তেলেঙ্গানাকে ৩-০ গোলে হারায় বাংলা শিবির। সন্তোষ ট্রফিতে থামানো যাচ্ছে না বাংলাকে। তেলেঙ্গানার বিরুদ্ধে বাংলার হয়ে জোড়া গোল করেন নরহরি শ্রেষ্ঠ এবং একটি গোল করেন রবি হাঁসদা।
রাজস্থানকে উড়িয়ে দিয়ে জয়ের হ্যাটট্রিক করার পরের ম্যাচে মণিপুরের সঙ্গে গোলশূন্য ড্র করল সঞ্জয় সেনের বাংলা।