বাঙালির প্রিয় নাড়ুতে কি মিশছে ভেজাল! পরীক্ষা করতে মিষ্টির দোকানে অভিযান

কলকাতা: পুজো পার্বণ মানেই রেস্তোরাঁর খাবার। দুর্গাপুজো শেষ হলেও বাকি কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো। ফলে উৎসবের মরশুম শেষই হচ্ছে না। এই আবহে হোটেল, রেস্তোরাঁ যাতে পচা, বাসি খাবার পাইল করে দিতে না পারে সেজন্যই চলছে অভিযান। দুর্গাপুজো শেষ মানেই বিজয়ার মিষ্টি। এবার মিষ্টির দোকানেও হানা দিচ্ছেন খাদ্য নিরাপত্তা বিভাগের আধিকারিকরা । কোথাও কোনও ভেজাল আছে কি না, সেদিকে কড়া নজর।
সারা বছর যেমন-তেমন, বিজয়া দশমীর পরটা মনটা সেই আগেকার চন্দ্রপুলি, নারকেল নাড়ু, নিমকি, মিহিদানা খোঁজে। মা-ঠাকুমার ঘরে বানানো নাড়ু না পেয়ে আম-জনতা রসনাতৃপ্তি করতে মিষ্টির দোকানেই ছুটছে। বিজয়ার আবশ্যকীয় উপকরণেও ভেজাল মিশছে কি না, সেদিকে নজর রাখা হচ্ছে।পুজো গিয়েছে। বিজয়ার মিষ্টিমুখ চলছে। সামনে কালীপুজো, দীপাবলি ভাইফোঁটা রয়েছে। বঙ্গে এখন মিষ্টির চাহিদা রয়েছে। মিষ্টিমুখ করতে গিয়ে স্বাস্থ্যের দফারফা না হয়। তাই ভেজাল রুখতে মিষ্টির দোকানে অভিযানে নেমেছে কলকাতা পুরসভার খাদ্য ভেজাল প্রতিরোধক দপ্তর।
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশে মঙ্গলবার থেকে এই অভিযান শুরু হয়েছে। প্রথম দিনই  শহরে বিভিন্ন মিষ্টির দোকান ঘুরে ৩০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পুরসভার খাদ্য ভেজাল প্রতিরোধক দপ্তর সূত্রে খবর, ছানা, ক্ষীরের মিষ্টির সঙ্গে বাজার চলতি নাড়ুর নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই নমুনা সংগ্রহ করে -এর পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। এদিকে পুজোর সময়ও হোটেল রেস্তরাঁ এবং মণ্ডপ চত্বরে থাকা খাবারের দোকানগুলিতেও অভিযান চালানো হয়। মোটের ওপরে মণ্ডপের খাবারের গুনমাণ ভাল ছিল, এমনটাই দাবি পুরসভার। মণ্ডপের স্টলগুলির খাবারে নমুনা সংগ্রহ করে সেখানে পরীক্ষা করা হয়। প্রায় ৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে চারটি স্টলের খাবারে ভেজাল মেলায় নষ্ট করে দেওয়া হয় খাবার।এছাড়া হোটেল, রেস্তরাঁ থেকে ৪০টি খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছে। সেগুলির রিপোর্ট এখনও আসেনি। খাদ্য ভেজাল প্রতিরোধক বিভাগের এক আধিকারিক জানান, পুজোর দিনে প্রতিটি বরোতে একদিন করে অভিযান চালানো হয়। মণ্ডপ চত্বরে দোকানগুলির খাবারে নমুনা পরীক্ষা করা হয়েছিল। ৯০টির মধ্যে ৪টি দোকানের খাবারের গুণমান খারাপ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =