বাংলা ধ্রুপদী ভাষা প্রস্তাব পাশ, কলকাতা পুরসভার সব কাজে বাধ্যতামূলক ঘোষণা

কলকাতা : কলকাতা পুরসভার তরফে ধ্রুপদী ভাষার স্বীকৃতি প্রাপ্ত বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হতে চলেছে। চলতি মাসের অধিবেশনে কেন্দ্রীয় পুরভবনে ওই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার এ নিয়ে এক প্রস্তাব উত্থাপন করেন পুরপিতা বিশ্বরূপ দে।

ওই প্রস্তাবের স্বপক্ষে তিনি বলেন, খাতায় কলমে নয়, কলকাতা পুরসভার অধীনে সমস্ত ক্ষেত্রেই সবরকম কাজকর্মে বাংলা ভাষাকে মর্যাদার সঙ্গে প্রচার ও ব্যবহার করা হোক। এর জবাবী ভাষণে মেয়র তা স্বীকার করে নেন এবং বলেছেন, যথোপযুক্ত দাবি। এই প্রসঙ্গে তিনি আজকের সভায় আরও জানান, ইংরেজ শাসনকালের সময় থেকেই এই শহরের বুকে রয়েছে সাইনবোর্ড, তাতে ইংরেজি শোভা পাচ্ছে। আগামীদিনে বাংলা লিখতে ও রাখতেই হবে।

হিন্দী, উর্দু ও ইংরেজি থাকুক এর পাশাপাশি বাংলা অবশ্যই গুরুত্বের সঙ্গে লিখতে হবে। তবে, এই সিদ্ধান্তকে এদিন সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত সমস্ত পুরসদস্য। এই মুহূর্তে যে ভাষায় থাকুক না কেন, বদল করতে হবে এবং বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে ঘোষণা মেয়রের। পুরসভার চেয়ারপার্সন ও কমিশনারের উপস্থিতিতে তিনি আরও জানান, সমস্ত ধরনের নোটিশ অর্থাৎ বিজ্ঞপ্তি বাংলা ভাষার হবে। সরকারি ও বেসরকারি উভয়স্তরে তা চালু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 3 =