সন্তোষ ট্রফিতে জয়ের হ্যাটট্রিকের পর বুধবার তামিলনাড়ুর কাছে আটকে গেল বাংলা। অসমের শিলাপাথর ফুটবল স্টেডিয়ামে তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ ড্র করল বাংলা। আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা। এদিন এক পয়েন্ট পেয়ে আরও সুরক্ষিত হল সেই পথ। নিয়মরক্ষার ম্যাচে তাই ড্র করে বেশি ভাবছেন না কোচ সঞ্জয় সেন।
তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করে ছক সাজিয়েছিলেন কোচ সঞ্জয় সেন। আটটি পরিবর্তন করেছিলেন। প্রথম একাদশে শুরু করেন প্রশান্ত দাস, সুজিত সাধু, মার্শাল কিস্কু, সায়ন ব্যানার্জি, গৌরব সাউ, আকিব নওয়াব এবং শ্যামল বেস্রা।
তামিলনাড়ুর পাসিং ফুটবল বেশ সমস্যায় ফেলতে পারে বাংলাকে, সে কথা আগেই জানতেন কোচ সঞ্জয় সেন। ম্যাচের শুরু থেকেই দুই উইং দিয়ে আক্রমণ চালাতে তামিলনাড়ু। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় তামিলনাড়ু। ডানপ্রান্ত থেকে নন্ধাকুমার দূরপাল্লার শটে গোল হয়। বাংলার ডিফেন্ডার জুয়েল আহমেদ মজুমদার বল ক্লিয়ার করতে গিয়ে নন্ধাকুমারের পায়ে দিয়ে বসেন। ৮০ মিনিটে বক্সের ভিতরে জটলা থেকে নরহরি শ্রেষ্ঠার হেডারে জালে বল জড়িয়ে যায়। সেই মূহুর্তে পায়ে বল লাগে সুজিত সাধুর। রেফারি সুজিতকেই গোল দিয়েছেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রয়ে শেষ হয় ম্যাচ। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বাংলা। আগামী ৩০ জানুয়ারি গ্রুপ পর্বের ম্যাচে বাংলার প্রতিপক্ষ অসম।

