সৌরভ-ঝুলনের হাত ধরে বেঙ্গল প্রো টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী সংস্করণ হতে চলেছে জুনে। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হল এ দিন। এক পাঁচ তারা হোটেলে দেশের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর হাত ধরে উন্মোচন হল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফি। পাশাপাশি আট ফ্র্যাঞ্চাইজির মার্কি প্লেয়ারের নামও ঘোষণা হল। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ, ঝুলন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলা ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং সিএবির অন্যান্য কর্তারা।

ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলা ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘সিএবি কর্তাদের অনেক শুভেচ্ছা। বাংলা ক্রিকেটে দারুণ একটা উদ্যোগ। বাংলা ক্রিকেটের উন্নয়ণে এই টুর্নামেন্ট যুগান্তকারী হয়ে দাঁড়াতে পারে। আইপিএলের মতো এখানেও ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। শুধু তাই নয়, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদও পাবে এই টুর্নামেন্টের মাধ্য়মে। বড় মঞ্চে যাওয়ার প্রস্তুতি সারতে পারবে। আশা করব, প্রতিটা ক্রিকেটার এই টুর্নামেন্টের সুযোগটা কাজে লাগাবে।’

বিশ্ব ক্রিকেট তথা বাংলার গর্ব ঝুলন গোস্বামী বলেন, ‘বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের জন্য মুখিয়ে রয়েছি। ভারতের মহিলা ক্রিকেট দলে ধারাবাহিক ভাবে বাংলার অবদান রয়েছে। বাংলার অনেকেই জাতীয় দলে প্রতিনিধিত্ব করছে। এই লিগের সৌজন্যে ভারতীয় দলে বাংলার প্লেয়ারদের সংখ্যা আগামীতে আরও বাড়বে, আমি নিশ্চিত। এমন একটা দুর্দান্ত উদ্যোগের জন্য বাংলা ক্রিকেট সংস্থাকে সাধুবাদ জানাতে চাই।’

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে পুরুষ ও মহিলা ক্রিকেটে আটটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। কোন ফ্র্যাঞ্চাইজির মার্কি প্লেয়ার কারা হবেন, তাও ঘোষণা হল। মুর্শিদাবাদ কিংসের মার্কি প্লেয়ার মনোজ তিওয়ারি ও সুকন্যা পারিদা। কলকাতা রয়্যালসের মার্কি প্লেয়ার অভিষেক পোড়েল ও মিতা পাল। হাওড়া ওয়ারিয়র্সের মার্কি প্লেয়ার অনুষ্টুপ মজুমদার ও ধারা গুজ্জর। মালদা ফ্র্যাঞ্চাইজির মার্কি প্লেয়ার মুকেশ কুমার ও হৃষিতা বসু। শিলিগুড়ি স্ট্রাইকার্সের মার্কি প্লেয়ার আকাশ দীপ ও প্রিয়াঙ্কা বালা। রাঢ় টাইগার্সের মার্কি প্লেয়ার শাহবাজ আহমেদ ও তিতাস সাধু। মেদিনীপুর উইজার্ডসের মার্কি প্লেয়ার অভিমন্যু ঈশ্বরণ ও রিচা ঘোষ এবং মুর্শিদাবাদ কিংসের হয়ে খেলবেন সুদীপ ঘরামি ও দীপ্তি শর্মা।

বাংলার প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হবে ১১-২৮ জুন। পুরুষদের ম্যাচগুলি হবে ইডেন গার্ডেন্সে। মেয়েদের ম্যাচগুলি হবে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে (সল্টলেক)। সব মিলিয়ে মোট ৩১টি করে ম্যাচ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eleven =