কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে রবিবার শেষ হলো বেঙ্গল সিনিয়র পুরুষ দলের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ। তিন দিনের এই ম্যাচটি ড্র হলেও ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সারল দুই দলই। প্রথম ইনিংসে ঝাড়খণ্ড তোলে ৩৯৮ রান। বেঙ্গলের বোলাররা নিয়মিত ব্যবধানে উইকেট তুললেও প্রতিপক্ষকে দ্রুত থামাতে পারেনি। দলের হয়ে সেরা বোলার ছিলেন মোহাম্মদ কৈফ, তিনি নেন ৩ উইকেট। এছাড়া ইশান পোড়েল, সক্শম চৌধুরী, আমির গনি, করণ লাল, শ্রেয়ান চক্রবর্তী, সন্দীপন ও সুমিত মোহন্ত – প্রত্যেকে একটি করে উইকেট পান। জবাবে ব্যাট হাতে ঝলক দেখান বেঙ্গলের ব্যাটাররা। ওপেনার সুমন্ত গুপ্ত ঝকঝকে অর্ধশতক করে ৬৩ রানে আউট হন।
উইকেটরক্ষক অভিষেক পোড়েলও ৫৪ রান করে দলে আস্থা জাগান। মধ্যক্রমে কাজি জুনায়েদ সৈফি খেলেন ৪৫ রানের লড়াকু ইনিংস। শেষদিকে অলরাউন্ডার আমির গনি অপরাজিত ৫০ রান করে নিজের ফর্মের ইঙ্গিত দেন। নির্ধারিত ওভার শেষে বেঙ্গল নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ২৮৪/৯ এ। শেষ দিনে ম্যাচ ড্র হওয়ার আনুষ্ঠানিকতা সেরে নেয় দুই দল। তবে এই ম্যাচ থেকে বেঙ্গল শিবিরে কিছু ইতিবাচক দিক স্পষ্ট। ব্যাটিং লাইনে একাধিক খেলোয়াড় রান পেয়েছেন, বোলাররাও তালমিল রেখে উইকেট ভাগ করে নিয়েছেন।
আগামী দিনগুলোতে দেশের ঘরোয়া মৌসুম শুরু হওয়ার আগে এই প্রস্তুতি ম্যাচ বেঙ্গল শিবিরকে নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে। বিশেষ করে সুমন্ত গুপ্ত ও আমির গনির পারফরম্যান্স কোচিং স্টাফকে বাড়তি আশ্বস্ত করবে। আগামী ম্যাচগুলিতেও তাঁরা ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

