৩০ তম সিনিয়র জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজাবাই ট্রফির মূল পর্বের দ্বিতীয় ম্যাচে ওড়িশাকে হারাল বাংলার মেয়েরা। মৌসুমী মুর্মুর করা একমাত্র গোলে ওড়িশার বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয় পেল বাংলার মহিলা দল। গত ম্যাচে গোয়ার বিরুদ্ধে ড্র করেছিল দোলা মুখোপাধ্যায়ের দল। মূল পর্বের গ্রুপ এ -এর প্রথম স্থানে রয়েছে বাংলা। দুটি ম্যাচে একটি ড্র এবং একটি জয়ের সুবাদে চার পয়েন্ট রয়েছে বাংলার ঝুলিতে।

