ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। একের পর এক বিদেশ সফরে কিংবা হোম সিরিজে তাঁকে স্কোয়াডে রাখা হলেও এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তাঁর। আশ্চর্যজনকভাবে এইবার সোজা দল থেকে ছেঁটে ফেলা হয়েছে তাঁকে।
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—প্রতিভাবান এই ব্যাটারের প্রতি টিম ম্যানেজমেন্টের মনোভাব আসলে কেমন?অভিমন্যুর জাতীয় দলে ডাক প্রথম আসে প্রায় ৯৬১ দিন আগে। সেই থেকে ২০২২ পর্যন্ত তিনি পরপর ৩০টি টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। ব্যাকআপ ওপেনার হিসেবেই তাঁকে রাখা হতো। কিন্তু রোহিত শর্মা বা শুভমন গিলদের খারাপ ফর্মেও কখনও প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। পরিসংখ্যান বলছে, তাঁর পর দলে ঢোকা কমপক্ষে ১৫ জন ক্রিকেটার ইতিমধ্যেই টেস্ট অভিষেক সেরে ফেলেছেন। অথচ ২৯ বছরের এই ব্যাটার শুধুই অপেক্ষায় থেকে গেছেন। বাংলার ক্রিকেটমহলে তাই ক্ষোভ বেড়েছে।
অনেকেই মনে করেন, জাতীয় দলে ডেকে বারবার বেঞ্চে বসিয়ে রাখার থেকে তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেওয়া উচিত ছিল। দীর্ঘদিন ম্যাচ প্র্যাকটিস থেকে দূরে থাকলে একজন ব্যাটারের পারফরম্যান্সের ধারাবাহিকতায় প্রভাব পড়বেই। সম্ভবত এই কারণেই তাঁকে ইরানি ট্রফির দলে রাখা হয়েছে। কিন্তু এর ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা সম্পূর্ণ শেষ হয়ে গেল। কারণ মাত্র একদিনের ব্যবধানে শুরু হচ্ছে দুটি প্রতিযোগিতা। অন্যদিকে, সরফরাজ খানের অনুপস্থিতিও আলোচনায় এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে জায়গা না পাওয়া সরফরাজকে এবারও বাদ দেওয়া হয়েছে।
চিফ সিলেক্টর অজিত আগরকর অবশ্য জানিয়েছেন, চোটের জন্য আপাতত রিহ্যাবে রয়েছেন তিনি। যদিও অনেকের মতে, সিরিজ শুরুর আগে ফিট হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি। ফলে স্পষ্ট, ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পরিকল্পনায় চলছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—অভিমন্যু ঈশ্বরণের মতো পরিশ্রমী ও ধারাবাহিক পারফরমার অন্তত একটি টেস্ট খেলার সুযোগ কি সত্যিই প্রাপ্য ছিল না? দীর্ঘ অপেক্ষার পরও সুযোগ না পাওয়া কেবল তাঁর ব্যক্তিগত হতাশাই নয়, বঙ্গ ক্রিকেটের জন্যও এক বড় আঘাত।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের স্কোয়াড
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব।

