একই দিনে ফুটবল প্রতিযোগিতা আয়োজনে বঙ্গ বিজেপি ও রাজ্য সরকার

১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর, শিকাগো ধর্ম মহাসভায় ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন বাংলার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। বাংলার জাতীয়তাবাদ জাগরণের প্রতীক তিনি। ২০২৫ সালে এই ঘটনার ১৩৩ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষ্যে রাজ্যের ক্রীড়া দফতর ও আইএফএ যৌথ উদ্যোগে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা “স্বামী বিবেকানন্দ কাপ” শুরু করতে চলেছে। লক্ষ্য জেলাস্তর থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে আনা। যারা খেলবে কলকাতা লিগের বিভিন্ন ডিভিশনে। রাজ্যের ২৩ টি জেলার থেকে মোট ৮ টি করে দল নিয়ে প্রতিযোগিতা শুরু হবে। জয়ী দলদের ৮ টি জোনে ভাগ করে ম্যাচ হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “ভারতীয় ফুটবলকে একমাত্র বাংলাই এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলার ফুটবল উন্নত হলে ভারতবর্ষের ফুটবল ভালো জায়গায় যাবে বলে আমার বিশ্বাস।” আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন, “মূলত জেলাস্তর থেকে ফুটবলারদের খুঁজে আনাই লক্ষ্য আমাদের। এই সব প্রতিভাবান ছেলেরা একদিন খেলবে কলকাতা লিগ তথা ভারতবর্ষের সেরা ক্লাবগুলিতে।”

এর পাশাপাশি বঙ্গ বিজেপিও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে। গত ১৪ আগস্ট বৈঠক করে বঙ্গ বিজেপি সিদ্ধান্ত নেয় যে তারা রাজ্যব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে। সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। যার নাম হওয়ার কথা ‘নরেন্দ্র কাপ’। এই খেলাও শুরু হওয়ার কথা আগামী ১১ সেপ্টেম্বর থেকে। যুব সমাজকে একই পথে আনতে বাংলার ফুটবলকেই বেছে নিয়েছে বঙ্গ বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 5 =