চার গোল দিয়ে সন্তোষ যাত্রা শুরু বাংলার

জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলা। নাগাল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিল বাংলা। চ্যাম্পিয়নের মতোই খেললো সঞ্জয় সেনের ছেলেরা। নাগাল্যান্ড লড়াই দিতে পারল না রবি হাঁসদাদের।
ম্যাচের প্রথম মিনিটেই অধিনায়ক রবি হাঁসদা গোল পেয়ে যান। সায়ন ব্যানার্জির কর্নার থেকে বক্সের ভিতর বল পেয়ে যান চাকু মান্ডি। চাকু বাড়িয়ে দেন জুয়েলকে। জুয়েলের ক্লিন হেডার রবি হাঁসদার পা ছুঁয়ে বল জালে জড়িয়ে যায়। শুরুতে গোল পেয়ে আরও আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেয় বাংলা। দুই উইং থেকে সায়ন ব্যানার্জি ও আকাশ হেমরাম লাগাতার আক্রমণে উঠতে থাকে। বাংলার জার্সিতে নজর কাড়লেন উত্তম হাঁসদাও। একাধিক সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিকও করে ফেলতে পারতেন তিনি। ম্যাচের ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করেন সায়ন। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলার হয়ে ৩-০ ব্যবধান বাড়ান আকাশ হেমরাম। রবি হাঁসদার থ্রু বল পেয়ে গোল করেন আকাশ। ম্যাচের প্রায় শেষ মূহুর্তে গোল করেন আকিব নওয়াব। ডায়মন্ড হারবারের হয়ে নজরকাড়া এই প্রতিভাবান ফুটবলার নেমেই একের পর এক সু্যোগ তৈরি করেন। হোটেল থেকে স্টেডিয়ামে পৌঁছনোর ক্লান্তি যেন চোখেই পড়ল না বাংলার ছেলেদের মুখে। বড় ব্যবধানে জয় পেলেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে জানিয়ে দিলেন কোচ সঞ্জয় সেন। বরং এই জয় ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি। বাংলার পরবর্তী ম্যাচ ২৩ তারিখ উত্তরাখণ্ডের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =