সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অসমকে হারাল বাংলা। অসমকে ৪-০ গোলের ব্যবধানে হারাল বাংলার ছেলেরা। টানা দুই ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে ওঠার দিকে একধাপ এগিয়ে গেল গৌতম ঘোষের ছেলেরা। এই ম্যাচে হ্যাটট্রিক করে সাগ্নিক কুন্ডু। প্রথমার্ধের ২৫ মিনিটে সাগ্নিক কুণ্ডু গোল করে বাংলাকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে সিদু সোরেন গোল করে ব্যবধান বাড়ায়। এরপর ৭২ ও ৭৫ মিনিটে পরপর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে সাগ্নিক কুণ্ডু। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে উত্তর প্রদেশের মুখোমুখি হবে বাংলা দল।

