এ বারের ইউরোতে প্রথম অঘটন! এ ছাড়া আর কী বলা যায়? কেভিন দি ব্রুইন, লোমেলু লুকাকুদের হার! হ্যাঁ, হারটা অবশ্য অভাবনীয় নয়। কিন্তু প্রতিপক্ষ টিমের নিরিখে এমন বলা যায়। গ্রুপ ই-তে স্লোভাকিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করল বেলজিয়াম। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল। গোল্ডেন জেনারেশনের টিম। স্লোভাকিয়ার কাছে ০-১ ব্যবধানে হার বেলজিয়ামের। আর সেই মুহূর্তটা এসেছে ম্যাচের শুরুর দিকেই। বেলজিয়াম ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের সাত মিনিটেই গোল স্লোভাকিয়ার ইভান শাঞ্জের। সেটিই নির্ণায়ক হয়ে দাঁড়ায়।
কাগজে কলমে তথাকথিত ছোট দলের প্রাথমিক লক্ষ্যই থাকে নিজেদের ঘর বাঁচানো। শুরুতেই গোল পাওয়ায় এই কাজে আরও বেশি মনসংযোগ করে স্লোভাকিয়া। ধারাবাহিক ভাবে আক্রমণ করলেও স্লোভাকিয়া রক্ষণ ভাঙতে পারেননি বেলজিয়ামের আক্রমণ ভাগের ফুটবলাররা। এই ম্যাচ মূলত ছিল দুই ইতালিয় কোচের মস্তিষ্কের লড়াই। প্রতিযোগিতা মূলক ম্যাচে প্রথম বার মুখোমুখি হল বেলজিয়াম-স্লোভাকিয়া। প্রীতি ম্যাচও খেলেছিল ১১ বছর আগে!
প্রায় এক যুগ আগের সেই প্রীতি ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়েছিল বেলজিয়াম। কিন্তু প্রতিযোগিতা মূলক প্রথম সাক্ষাতেই হার। সবচেয়ে বেশি হতাশায় দেখিয়েছে লুকাকুকে। বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন। লুকাকুর মতো স্ট্রাইকার মিস করবেন, এ যেন ভাবাই যায় না। তার চেয়েও বড় হতাশা ম্যাচের ৮৬ মিনিটে। অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তেই পারত বেলজিয়াম। ৮৬ মিনিটে প্রতিপক্ষ জালে বল জড়ান লুকাকু। কিন্তু ভিএআরে সেই গোল বাতিল হয়। দু-বার গোল করেছিলেন লুকাকু, দু-বারই বাতিল।