বেহালার স্কুল পুলকার-সহ তিনটি গাড়িতে ধাক্কা, আহত ৭

কলকাতা: বেপরোয়া বাসের ধাক্কা পুলকার, অটো ও অ্যাপ ক্যাবে। খাস কলকাতায় মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনা। আহত হয়েছে চার স্কুল পড়ুয়া-সহ অন্তত ৭ জন।এদিন বেহালার বকুলতলা এলাকায় প্রথমে পড়ুয়া বোঝাই পুলকার, পরে অটো ও অ্যাপ ক্যাবে ধাক্কা মারে বাসটি। স্থানীয় বাসিন্দারা তেড়ে আসতেই বাস ছেড়ে চম্পট দেন চালক। এদিকে বাসের ধাক্কায় আহত হন ৭ জন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরেই এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে শিবরামপুরের দিকে যাচ্ছিল ১২সি/১ রুটের যাত্রীবোঝাই বাসটি। বেহালা চৌরাস্তা থেকে বকুলতলার কাছে নতুনপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে স্কুলের পুলকারে ধাক্কা মারে। পুলকারে থাকা ৪ স্কুল পড়ুয়া জখম হয়। তাদের মাথায় চোট লাগে। বাসের ধাক্কায় পুলকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এমন অবস্থা হয় যে গাড়ি থেকে বের হতে পারছিলেন না পুলকারের চালক। পরে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তাঁকে বের করা হয়। জানা গিয়েছে, পুলকারের চালকের পায়ে চোট লেগেছে।এরপর বাসটি ধাক্কা মারে যাত্রীবোঝাই অটোয়। অটোর চালক ও এক মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছেন। পরে একটি অ্যাপ ক্যাবেও ধাক্কা মারে বাসটি। এরপরই স্থানীয় বাসিন্দারা রে রে করে তেড়ে গেলে চালক বাস থামিয়ে চম্পট দেন। বাসের কয়েকজন যাত্রীও চোট পেয়েছেন বলে খবর।এদিকে ক্ষিপ্ত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + seven =