কলকাতা: শহরের বুকে ফের দুর্ঘটনা। শনিবার ভোরে বেহালার সরশুনায় রায়দিঘির কাছে লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। মৃতের নাম সীমা দাস। বয়স ৪৪।প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটারে স্বামীর পিছনে বসে যাচ্ছিলেন তিনি। আচমকা রাস্তার একদিকে পড়ে যান মহিলার স্বামী। ছিটকে গিয়ে পড়েন স্ত্রীও। সেই সময় তাঁর মাথার ওপর দিয়ে চলে যায় লরির চাকা। ওই সিভিক ভলান্টিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে, মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়ার দিক থেকে রায়দিঘির দিকে স্কুটিটি যাচ্ছিল। সেই সময় স্কুটির পিছনে একটি কুকুর তাড়া করে। ভারসাম্য হারিয়ে স্কুটি নিয়ে পড়ে যান ওই মহিলার স্বামী। মহিলার স্বামী রাস্তার ডান দিকে পড়েন। ওই মহিলা রাস্তার বাঁদিকে পড়েন। ঠিক সেই সময়ই পিছন থেকে আসছিল লরিটি এবং ওই মহিলার মাথার উপর দিয়ে সেটি চলে যায়।
অন্য দিকে, শুক্রবারও একাধিক দুর্ঘটনার ঘটে। ছেলেকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় এক গৃহবধূর। বেপরোয়া গতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই বধূর। দুর্ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে বালির সাঁপুইপাড়া এলাকা। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। বেপরোয়া গাড়ির দৌরাত্ম্যে বারবার দুর্ঘটনার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বিয়েবাড়ি ফেরত বাস উল্টে দুর্ঘটনার খবর মেলে । আহত হন অন্তত ৭ জন।