কলকাতা: বিক্ষোভ কর্মসূচির জন্য সবেমাত্র জমায়েত হতে শুরু করেছিলেন নার্সের কাজের চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার সকালে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল তাঁদের। কিন্তু তার আগেই নিয়োগের দাবিতে ভিড় জমানো চাকরিপ্রার্থীদের সরিয়ে দিল পুলিশ।
এদিন বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থলে যায় র্যাফ। ছোট ছোট দলে নার্সরা জমায়েত করতে শুরু করেন। তার পরই তাঁদের জোর করে গাড়িতে তোলে পুলিশকর্মী। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ ভাবেই অবস্থান করছিলেন। একজন বলেন, ‘আমাদের কোনও কথাই শোনা হচ্ছে না। কেউ আমাদের সঙ্গে কথা বলছেন না। কী করব জানি না। কথা বলতে এসেছিলাম।’
প্রসঙ্গত, নিয়োগের দাবিতে চলতি বছরের মে মাসেও স্বাস্থ্য ভবনের সমানে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। সে বার দফায় দফায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধেছিল। বিক্ষোভ চলাকালীন তাঁরা স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকে পড়েছিলেন। এক জন অসুস্থও হয়ে পড়েছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যে প্রায় তিন হাজার নার্স নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করে স্বাস্থ্য ভবন। কিন্তু সেই তালিকায় অনেক গরমিল রয়েছে। মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি।