ছবি মুক্তির আগে ভগবানের আশীর্বাদ নিতে গুরুদ্বারা পৌঁছলেন কার্তিক-কিয়ারা

হরর কমেডি ছবি ‘ভুলভুলাইয়া ২’ এবার মুক্তির অপেক্ষায়। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবির সিক্যুয়েলে কাজ করছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানী। প্রসঙ্গত, ২০ মে থিয়েটারে আসছে হরর কমেডি ছবি ‘ভুলভলাইয়া ২’। তাই ছবি মুক্তির আগে কিয়ারা ও কার্তিক এখন ব্যস্ত ছবির প্রোমোশনে। সম্প্রতি, এই জুটিকে দেখা গেল দিল্লির গুরুদ্বারা সাহিবে। মিডিয়ার ক্যামেরায় কার্তিক ধরা পরলেন সাদা রঙের একটি কুর্তায় ও ডেনিম জিন্সে। কিয়ারাকে দেখা গেল সোনালি রঙের সুটে।

প্রসঙ্গত, কার্তিক ও কিয়ারার একটি একসঙ্গে প্রথম প্রোজেক্ট, তবে দু’জনের জুটি ইতিমধ্যে সিনেপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। ছবি সম্পর্কে কার্তিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভুলভলাইয়া দর্শকদের মনে অনেকটা জায়গা জুড়ে আছে, অক্ষয় কুমারের অভিনয় নিয়ে তো কথা হবে না। আমি ওকে দেখে বড় হয়েছি। এটা নতুন ছবি, তাই তুলনা করাই ভালো। তবে, দর্শকরা আলাদা করে ভুলভুলাইয়া ২ মনে রাখবে তা বলতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 10 =