বক্স অফিসে অসাধারণ সাফল্যের পর ফের একতা কাপুর (Ekta Kapoor) ও রিয়া কাপুরের (Rhea Kapoor) পরিচালনায় ‘crew ২’। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘crew’তে অভিনয় করেছিলেন তাব্বু, কারিনা কাপুর (Kareena Kapoor) ও কৃতি শ্যানন। এয়ার হোস্টেসের ভূমিকায় দেখা গিয়েছিল তিন নায়িকাকে। সূত্রের খবর, ‘crew’এর মতো নারী কেন্দ্রিক সিনেমা ফ্র্যাঞ্চাইজি চালানোর জন্য যথেষ্ট। তবে, করিনা কাপুর ছাড়া বাকি দুই নায়িকা আবারও ‘crew 2’ এর অংশ থাকছেন কিনা তা এখনও জানা যায়নি।
কারিনা আপাতত ব্যস্ত রয়েছেন মেঘনা গুলজারের পরবর্তী প্রোজেক্ট ‘দায়রা’ নিয়ে। এছাড়া তাঁর হাতেও নানা প্রোজেক্ট রয়েছে। শোনা যাচেছ, ‘বীরে দি ওয়েডিং’এর সিক্যুয়েল তৈরি হতে পারে।
কৃতিও এখন ব্যস্ত রয়েছেন ধনুষের সঙ্গে তাঁর পরবর্তী সিনেমা ‘তেরে ইশক ম্যায়’ নিয়ে। যা চলতি বছরের নভেম্বরেই মুক্তি পাবে। তবে, ‘crew 2’তে কৃতি বা তাব্বু না ফিরলে তাদের ভূমিকায় কারা কাজ করবেন সেই নিয়ে দর্শকমহলে উৎসাহ তুঙ্গে।

