ধৈর্য ধরুন, অভিযুক্ত ধরা পড়বেই, শাহজাহান-কাণ্ডে আশ্বাস রাজ্যপালের

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান এখনও অধরা। মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার ব্যারাকপুর গান্ধীঘাটে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে শেখ শাহজাহান ইস্যুতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন গান্ধীঘাটে সর্বধর্ম প্রার্থনা সভায় অংশ নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তারপর তিনি গান্ধীজীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ শাহজাহান ইস্যুতে রাজ্যপাল বলেন, ‘আইন আইনের পথে চলবে। তাকে ধরতে অভিযান চলছে। তবে নিয়ম মেনেই অভিযুক্ত ব্যক্তি শীঘ্রই ধরা পড়বে।’ রাজ্যপালের কথায়, ‘একজন অভিযুক্তকে ধরাটা কোনও প্রতিশ্রুতি নয়, এটা একটা অঙ্গীকার। আপনারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন।’ রাজ্যপালের বার্তা, বাংলার দুই শত্রু হিংসা আর দুর্নীতি। এই দুইয়ের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে। প্রসঙ্গত, শনিবার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির ßুñলে শিক্ষক-শিক্ষিকার ওপর চড়াও এবং ভাঙচুরের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও সেই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এপ্রসঙ্গে রাজ্যপাল বলেন, ‘আমরা বিষয়টির দিকে খেয়াল রাখব। তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্তের জন্য ওনাদের একটু সময় দিতে হবে। তবে ওই ঘটনায় নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হবে। তদন্তকারীরা পদক্ষেপ নিতে ব্যর্থ হলে, তিনি যথাযথ নিয়ম মেনেই বিষয়টিতে হস্তক্ষেপ করবেন।’ এদিন গান্ধীঘাটে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − five =