নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: শনিবার মঙ্গলকোটের নতুনহাট বাজারের বিভিন্ন খাবারের দোকানে হঠাৎ হানা দেন বিডিও জগদীশচন্দ্র বারুই। এলাকার বিভিন্ন খাবারের দোকান তিনি ঘুরে দেখেন। তিনি জানান, স্বচ্ছ অভিযানে এই পরিদর্শন। মূলত খাবারের দোকানগুলিতে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা খাবার না ঢেকে তা বিক্রি করছেন।এতে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে। শনিবার সমস্ত খাবারের দোকানগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনও খাবার খোলা রাখা যাবে না। আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এই সমস্ত বিষয়গুলির ওপর নজরদারি চালাবেন। যদি ব্যবসায়ীরা আদেশ না মানেন, সে ক্ষেত্রে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হবে।