নির্বাচনে দুর্নীতির অভিযোগে বিডিও অফিস ঘেরাও, ডেপুটেশন বিজেপির

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: পঞ্চায়েত ভোটে ছাপ্পা ও গণনাকেন্দ্রে দুর্নীতির অভিযোগে বিজেপির বিডিও অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয় পূর্ব বর্ধমান জেলায়। উল্লেখ্য, গোটা রাজ্যব্যাপী ২১ জুলাই বিভিন্ন ব্লকে বিডিও অফিস ঘেরাও করে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির। সেই মর্মেই শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে বিজেপি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি করে। বিভিন্ন ব্লকে বিডিও অফিসের সামনে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।
এদিন বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও অফিসে বিজেপি মিছিল করে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় মূল গেটেই আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী সহ বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। তখনই তারা মূল গেটের সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করে বৃষ্টির মধ্যেই। পুলিশ তাদের সঙ্গে কথা বলে বিজেপির তিন জনের প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশ করতে দেয়।
বিডিও অফিসে ডেপুটেশন জমা দিয়ে বিজেপি কর্মীরা জানান, তাঁরা বিডিওর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের ডেপুটেশন জমা দিয়ে আবেদন পেশ করেন। বিডিও তাঁদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 5 =