সৌরভ গঙ্গোপাধ্যায়, নামটার সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে আছে। সেই সঙ্গে তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কথা উঠলেই বেশ কিছু বিতর্ক উঠে আসে। কিছুদিন আগেই তাঁর টুইটে জল্পনা বেড়ে গিয়েছিল। ২০২০ সাল থেকেই বিসিসিআইয়ের শীর্ষ পদে রয়েছেন বাংলার মহারাজ। বর্তমানে একাধিক স্বার্থ সংঘাতের জেরে বেশ কয়েকটি বিতর্কে জড়িয়ে পড়েছেন সৌরভ। কিছু নৈতিক, কিছু একেবারেই নয়। অর্থের জন্য সৌরভ একাধিক ব্র্যান্ডের সঙ্গে জড়িত। একজন প্রাক্তন খেলোয়াড় পরিণত প্রশাসক হওয়ার পরও সৌরভ ৩০ টিরও বেশি সক্রিয় অনুমোদন চুক্তি সহ।
সৌরভের স্বার্থ সংঘাতের কথা ফাঁস করে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, নিজের ভাবমূর্তি নিয়ে সৌরভ কী একবারও ভাবছেন। তবে এই স্বার্থ সংঘাতের জেরে সৌরভ ছেড়েছেন এটিকে মোহনবাগানের পরিচালকের পদ। ২০২২য়ের আইপিএলে যে নয়া দুই দল অন্তর্ভুক্ত হতে চলেছে, তার মধ্যে লখনউ দলের মালিকানা পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। যারা আইসএলে এটিকে মোহনবাগানেরও মালিক। এই দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সৌরভ। পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।
ফলে সঞ্জীব গোয়েঙ্কার দল আইপিএলে যোগ দেওয়ায় অবধারিতভাবে উঠত স্বার্থের সংঘাতের অভিযোগ। কারণ সৌরভ এ মুহূর্তে বিসিসিআইয়ের সভাপতিও। যাতে স্বার্থের সংঘাতের অভিযোগ না ওঠে, সে কারণেই আগেভাগে ফুটবল দলটির পদ থেকে ইস্তফা দিলেন দাদা। কিন্তু এখন এতগুলি ব্র্যান্ডের সঙ্গে জড়িত থাকায় যে কোনও মূহুর্তেই ফেঁসে যেতে পারেন তিনি। একটি অ্যাপের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বিশ্বব্যাপী এক সংযোজন আনতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার শিক্ষা ব্যবস্থাতাতেও ছক্কা হাঁকাতে তৎপর হলেন দাদা। জানা গিয়েছিল, খুব শীঘ্রই তিনি একটি বিশ্বব্যাপী টিউটোরিয়াল অ্যাপ আনতে চলেছেন। এই অ্যাপের মাধ্যমে সৌরভ তুলে ধরবেন, কোচ, প্রশিক্ষক, ইডুকেটরদের কথা। অর্থাৎ যারা শিক্ষাগুরু, শিক্ষা দান করেন। টুইট করে শিক্ষক ও কোচেদের সাহায্যের কথা জানিয়েছেন সৌরভ।