নতুন ব্যাটিং কোচ প্রায় চূড়ান্ত করে ফেলল বিসিসিআই!

ভারতীয় ক্রিকেটে অল ইজ নট ওয়েল! ক্রিকেট মহলে কান পাতলে এ কথাই শোনা যাচ্ছে। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর থেকে গৌতম গম্ভীরের কোচিং ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর শোনা গিয়েছিল, বর্ডার গাভাসকর ট্রফি গম্ভীরের জন্য পরীক্ষা। সেখানে ভারত অজিদের কাছে ৩-১ ব্যবধানে হারে। এরপর থেকে ফের গম্ভীরের কোচিংয়ের ধরন নিয়ে আলোচনা হতে থাকে। এ বার যা পরিস্থিতি, তাতে অনেকেই বলছেন বোর্ড যেন গম্ভীরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে। কীভাবে? জানা গিয়েছে, ভারতীয় টিমের জন্য নতুন ব্যাটিং প্রায় চূড়ান্ত করে ফেলেছে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই এ বার ভারতের সিনিয়র টিমের ব্যাটিং কোচ হিসেবে সিতাংশু কোটাককে নেওয়ার কথা ভাবছে। তিনি বর্তমানে ভারত-এ টিমের ব্যাটিং কোচ। গত বছরের নভেম্বরে ভারতের এ টিমের অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন সিতাংশু। এ ছাড়া ২০২৩ সালের অগস্টে ভারতের আয়ার্ল্যান্ড সফরে টি-২০ সিরিজে তিনি ছিলেন ভারতের ব্যাটিং কোচ।

বোর্ডের এক নিকট সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের ব্যাটিং কোচের দায়িত্ব সিতাংশু কোটাকের হাতে তুলে দেওয়া হতে পারে। বিসিসিআইয়ের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা শীঘ্রই করা হবে। আমাদের ব্যাটাররা, যেখানে সিনিয়র ব্যাটাররাও রয়েছে, তাঁরা শেষ ২টো সিরিজে ব্যাটিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। যে কারণে ব্যাটিংয়ের দিক থেকে দেখতে হলে ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের সাপোর্ট স্টাফদের শক্তিশালী করতেই হবে।’

৫২ বছর বয়সী বাঁ হাতি সিতাংশু ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র টিমের ক্যাপ্টেন ছিলেন। তিনি ১৯৯২-৯৩ এবং ২০১৩ সালে খেলেছেন। ১৩০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০৬১ রান করেছেন। গড় ৪১.৭৬। রয়েছে ১৫টি শতরান ও ৫৫টি হাফসেঞ্চুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =