নতুন দল নির্বাচন কমিটি গড়ল বিসিসিআই, রয়েছেন বাংলার প্রাক্তনও

নতুন দল নির্বাচন কমিটি গড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিছুক্ষণ আগেই বোর্ডের তরফে জানানো হয়েছে একথা। জুনিয়র এবং উইমেন্স দল নির্বাচন কমিটি ঘোষণা হল। রয়েছেন বাংলার প্রাক্তন পেসার রণদেব বসুও। ভারতীয় বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটির পরামর্শের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হল। ভারতীয় বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে রয়েছে দেশের প্রাক্তন ক্রিকেটার সুলক্ষণা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপে। এই কমিটিই সমস্ত আবেদন স্ক্রুটিনি করে এবং ইন্টারভিউ নেয়। তারই ভিত্তিতে বেছে নেওয়া হয় দল নির্বাচন কমিটি। উইমেন্স সিলেকশন কমিটির প্রধান থাকলেন নীতু ডেভিডই। জুনিয়র সিলেকশন কমিটির প্রধান করা হয়েছে ভিএস তিলক নাইডুকে। এক নজরে দুই নির্বাচন কমিটি। উইমেন্স সিলেকশন কমিটি- নীতু ডেভিড (চেয়ারপার্সন), রেনু মার্গারেট, আরতী বৈদ্য, কল্পনা ভেঙ্কটচ, শ্যামা দে শ। জুনিয়র সিলেকশন কমিটি- ভিএস তিলক নাইডু (চেয়ারপার্সন), রণদেব বসু, হরবিন্দর সিং সোধি, পথিক প্যাটেল, কৃষাণ মোহন৷ উইমেন্স সিলেকশন কমিটিতে আসা শ্যামা দে শ ১৯৮৫-১৯৯৭ বাংলার হয়ে খেলেছেন। পরবর্তীতে রেলওয়েজের হয়ে খেলেন। এ ছাড়াও দু-বার বাংলার দল নির্বাচন কমিটিতে ছিলেন। তেমনই জুনিয়র সিলেকশন কমিটিতে রয়েছেন বাংলার প্রাক্তন পেসার রণদেব বসু। ৯১টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেনির ক্রিকেটে নিয়েছেন ৩১৭টি উইকেট। লিস্ট এ ক্রিকেটে ৮২ ম্যাচে ১২৬ উইকেট নিয়েছেন রণদেব বসু। জুনিয়র সিলেকশন কমিটির প্রধান তিলক নাইডু কর্ণাটকের প্রাক্তন কিপার-ব্যাটার। ১৯৯৮-৯৯ থেকে ২০০৯-১০ অবধি খেলেছেন। কর্ণাটক ছাড়াও সাউথ জোনের হয়েও খেলেছেন তিনি। আগ্রাসী ব্যাটিং স্টাইল। প্রথম শ্রেনির ক্রিকেটে ৯৩ ম্যাচে ৪৩৮৬ রান করেছেন তিনি। ২০১৩-২০১৬ কর্ণাটক জুনিয়র সিলেকশন কমিটিতে ছিলেন। এ ছাড়াও কর্ণাটক সিনিয়র সিলেকশন কমিটিতে ছিলেন তিলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =