কলকাতা : সোমবার নতুন চুক্তি প্রকাশ করেছে বিসিসিআই। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন গতবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া দুই ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার। গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে না খেলার কারণে আইয়ার বাদ পড়েছিলেন। তিনি এখন গ্রেড বি-এর অংশ। আর গত মরশুমে রঞ্জি ট্রফি থেকে সরে দাঁড়ানো কিষাণ এবার গ্রেড সি-র অংশ। এবারও রোহিত শর্মা, বিরাট কোহলিরা এ প্লাস গ্রেডেই থাকবেন।
এ প্লাস গ্রেড:
রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।
এ গ্রেড :
মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ শামি,ঋষভ পান্ত।
বি গ্রেড:
সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার।
সি গ্রেড:
রিংকু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কওয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং, প্রসিদ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ইশান কিষাণ, অভিষেক, হরুন শর্মা ও বরুণ চক্রবর্তী।
চুক্তির বিভাগ এবং বেতন:
**এ+গ্রেড – ৭ কোটি টাকা
**গ্রেড এ – ৫ কোটি টাকা
**গ্রেড বি – ৩ কোটি টাকা
**গ্রেড সি – ১ কোটি টাকা