ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি ! এবার হয়তো বাংলাদেশে আইসিসি প্রেসিডেন্ট

মুস্তাফিজুর রহমান বিতর্ককে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) একাধিক শীর্ষ কর্তা এবং বিসিসিআই সচিব জয় শাহ বারবার অনুরোধ জানালেও নিজেদের অবস্থান থেকে সরে আসেননি বিসিবি কর্তারা। ফলে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বড়সড় অনিশ্চয়তার মুখে পড়েছে টুর্নামেন্ট আয়োজন।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া এই জটিলতার কোনও সমাধান সূত্র বেরোয়নি। বিসিবির আপত্তির মূল কারণ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশের অন্তর্বর্তিকালীন মুহাম্মদ ইউনূস সরকার। দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশেই ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, এমনটাই জানা যাচ্ছে।

বিসিবির দাবি, ভারতে খেলতে গেলে লিটন দাসের নেতৃত্বাধীন দলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই আশঙ্কাতেই তারা দল পাঠাতে রাজি নয়। পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে আইসিসির কাছে। তবে বিশ্বকাপের সূচি অনেক আগেই চূড়ান্ত হয়ে যাওয়ায় এবং সেই অনুযায়ী সমস্ত আয়োজন সম্পন্ন হওয়ায় ম্যাচ স্থানান্তরে রাজি নয় আইসিসি। ক্রিকেটারদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়েছে সংস্থার তরফে।

এই বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার চিঠি চালাচালি হয়েছে। পাশাপাশি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকও হয়েছে। গত ১৩ জানুয়ারি বিসিবি কর্তাদের সঙ্গে আইসিসির প্রতিনিধিরা ভার্চুয়াল বৈঠকে বসেন। ওই বৈঠকে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মহম্মদ সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালন কমিটির প্রধান নাজমুল আবেদিন এবং সিইও নিজামউদ্দিন চৌধুরী। সেখানে আইসিসি কর্তারা বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান এবং পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। কিন্তু তাতেও নিজেদের অবস্থান বদলাতে রাজি হয়নি বিসিবি।

এই পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশে গিয়ে মুখোমুখি আলোচনায় বসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছ থেকে তিনি এমন সম্ভাবনার কথা শুনেছেন। তবে একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশের অবস্থান বদলানোর কোনও সম্ভাবনা নেই। শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে তাঁদের কোনও আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।

অন্য দিকে, বাংলাদেশের ইংরেজি দৈনিক ‘ডেলি স্টার’-কে বিসিবির এক কর্তা জানিয়েছেন, আইসিসির সঙ্গে আলোচনা এখনও চলছে এবং বিভিন্ন বিকল্প খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বিশ্বকাপের সূচি পরিবর্তনের প্রস্তাবও আইসিসির প্রতিনিধিদের সামনে রাখা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে চাপ। এখন দেখার, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোয় কি না, নাকি বিশ্বকাপ আয়োজনের আগে আরও বড় সংকটে পড়তে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 1 =