নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: রাজ্য ও কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে নিজের উদ্যোগেই নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে লোকসভা ভোটে মানুষকে সচেতন করতে বাউল গান গাইতে পথে নেমে পড়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতির প্রসংশিত আশীর্বাদ ধন্য শিল্পী বাউল গানে মানুষকে ভোট নিয়ে সচেতন করে চলেছেন। স্বপন দত্ত বাউল নিজের লেখা সুরে বাউল গানে তাঁর বক্তব্যে বলছেন, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট কেউ কর না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তিভঙ্গ কেউ কর না। আবার বলছেন অঙ্গীকার করতে হবে সবারে, শান্তিপূর্ণ নির্বাচন হয় যেন রে।
স্বপন দত্ত বাউল সংবামাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ভোট এলেই দেখেছি অনেক জায়গায় শান্তিভঙ্গ হয়। তাই সুস্থ শান্তিময় সমাজ গঠনের লক্ষ্যে আমি নিজের উদ্যোগেই নিঃস্বার্থে সারা রাজ্যের জেলায় জেলায় লোকসভা ভোটে সচেতন করতে বাউল গানে পথে নেমেছি। নিজের ভোট নিজে দাও শান্তিপূর্ণ ভোট দাও। আমি পূর্ব বর্ধমান, গুসকরা, নদিয়া জেলার মায়াপুর ইসকনের সামনে, নবদ্বীপ, হুগলি জেলার তারকেশ্বর, বাঁকুড়া জেলার আকুই ও বর্ধমানের জামালপুর কারালাঘট প্রচার করেছি। আমি বাঁকুড়া জেলার জমজমাট লোকালয়ে ভোট সচেতন করে জনগণের কাছে অনেক অনেক ভালোবাসা পেলাম। আমি সারা রাজ্যের জেলায় জেলায় ঘুরে ঘুরে আমি ভোট সচেতন করব। এর জন্য কারও কাছে কোনও পারিশ্রমিক নেব না। জেলা, রাজ্য ও দেশকে ভালোবেসে করছি। আমি এর আগেও নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা নির্বাচনগুলিতে ভোট সচেতন করে বহুল প্রশংসিত হয়েছিলাম।’