দীর্ঘ সময় পর বর্ডার-গাভাসকর ট্রফি পাঁচ ম্যাচের সিরিজ। অস্ট্রেলিয়া সফরে গত দুই টেস্ট সিরিজেই জিতেছে ভারত। তেমনই ঘরের মাঠেও। এ বার অস্ট্রেলিয়ায় হ্যাটট্রিকে নজর ভারতের। এই সিরিজের উপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্যও নির্ভর করছে। ভারতের কাছে সোজা অঙ্ক, এই সিরিজ অন্তত ৪-১ ব্যবধানে জেতা। তা হলে আর কোনও দলের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে না। পারথ টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। ভারতীয় সময় অনুযায়ী রাত পোহালেই ভারত-অস্ট্রেলিয়া গোলাপি বলে দিন-রাতের ম্যাচ।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে নানা দিক থেকেই ব্যাকফুটে ছিল ভারত। কিন্তু পারথ টেস্ট যেন অনেক কিছু শিখিয়ে দিয়েছে। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হলেও ঘুরে দাঁড়ানো যায়। সেটাই করে দেখিয়েছে ভারত। কিন্তু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ০-২ পিছিয়ে পড়লে? সেখান থেকে একবারই ঘুরে দাঁড়াতে পেরেছিল অস্ট্রেলিয়া। সেই ১৯৩৬-৩৭ সালে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বে। ভারত নাকি অস্ট্রেলিয়া, কে বেশি চাপে বোঝা কঠিন।
একাদশ বাছাইয়ের দিক থেকে কিছুটা চাপে থাকতে পারে ভারত। পারথ টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ফিরেছেন। তেমনই আঙুলের চোট সারিয়ে ফিরেছেন শুভমন গিলও। রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, ওপেনিং কম্বিনেশন ভাঙবেন না। তিনি মিডল অর্ডারে ব্যাট করবেন। কিন্তু কোথায়, তা পরিষ্কার নয়। ওপেনিংয়ে যশস্বী-লোকেশ রাহুল। তিনে শুভমন। চারে বিরাট কোহলি। এরপর রোহিত? সম্ভাবনা বেশি।
বোলিং নিয়েও কিছুটা ভাবনায়। একমাত্র স্পিনার হিসেবে পারথে খেলানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। দুই অভিজ্ঞ স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে বেঞ্চেই। গোলাপি টেস্টে অবশ্য পরিবর্তন হতে পারে। ওয়াশিংটনের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে একাদশে আনা হতে পারে। আবার জাডেজার প্রসঙ্গও সরিয়ে দেওয়া যায় না। গোলাপি বলে প্রস্তুতি ম্যাচে নামানো হয়েছিল জাডেজাকে। পেস আক্রমণে বদল আনার সম্ভাবনা নেই। তেমনই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশও একাদশে থাকবেন।
ভারতের সম্ভাব্য একাদশ-যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন/রবীন্দ্র জাডেজা, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই একাদশ ঘোষণা করে দিয়েছে। তাদের একাদশে একটাই বদল। জশ হ্যাজলউডের পরিবর্তে স্কট বোল্যান্ড।
ভারত বনাম অস্ট্রেলিয়া, গোলাপি বলে দিন-রাতের টেস্ট, ভারতীয় সময় সকাল ৯.৩০, স্টার স্পোর্টস ১, ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচার