নবগ্রাম: পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গের রাজনীতি। প্রকাশ্যে গুলি করে এক যুবককে খুনের ঘটনা ঘটল বারুইপুরে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এদিকে সূত্রে খবর, মঙ্গলবার রাত দুটো নাগাদ বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দা গ্রামে ঘটে এই গুলিচালনার ঘটনা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বছর ৪৮-এর সাজ্জাদ মণ্ডলের। সাজাতের বাড়ি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোড়দা এলাকায়। এই একই ঘটনায় গুলিবিদ্ধ হন শারফুদ্দিন লস্কর নামে আরও এক যুবক। শারফুদ্দিনের বাড়ি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের হিমচি এলাকায়। এরপরই এই ঘটনায় মূল অভিযুক্তের বাড়িতে সকালে আগুন ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় উত্তজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সাজ্জাদ নামে ওই ব্যক্তি তাঁর বন্ধু শারফুদ্দিনের সঙ্গে মঙ্গলবার সন্ধ্য়ায় মেলায় গিয়েছিলেন। রাতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে ফোন করেছিলেন। পরিবারের দাবি, তিনি জানিয়েছিলেন, ফিরতে দেরি হবে। পরিবারের দাবি, রাত দুটো নাগাদ তাঁদের কাছে ফোন আসে, সাজ্জাদ গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাজ্জাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, শারফুদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়েই বুধবার সকাল থেকে গ্রামে উত্তেজনাও ছড়ায়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে বলাই নামে এক ব্যক্তির নাম সমনে আসে। এরপরই বলাইয়ের বাড়িতে সকালে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা স্পষ্ট নয়। রাজনৈতিক নাকি পুরনো কোনও শত্রুতার জেরে গুলি, তা নিয়ে ধন্দ্ব রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ পিকেট বসানো হয়। এদিক রাজ্য পুলিশ সূত্রে খবর, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে এলাকা থেকে উদ্ধার হয় গুলির খোল।