তৃণমূলের ৪১ নেতানেত্রীর নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

তৃণমূলের ৪১ জন নেতানেত্রীর নিরাপত্তা তুলে নেওয়া বা কমানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। যে সকল নেতানেত্রীদের নিরাপত্তা তুলে নেওয়া বা কমানো হয়েছে, সেই তালিকায় রয়েছেন প্রাক্তন বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররা। নিরাপত্তা প্রত্যাহারের তালিকায় রয়েছেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং, সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং, উত্তর দমদমের কাউন্সিলর বিধান বিশ্বাস, জগদ্দলের প্রাক্তন বিধায়ক পরশ দত্ত ছাড়াও আরও অনেকে। আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক ও জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর নামও পুলিশের এই তালিকায় রয়েছে। তাঁর স্থানীয় ঠিকানা উত্তর ২৪ পরগণা হওয়ার কারণে তাঁর নামও এই তালিকায় রয়েছে। সূত্রের খবর. গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে-ই এই সিদ্ধান্ত।

তবে এই প্রসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, ‘এটা একদম রুটিন বিষয়। প্রত্যেক বছরই হয়। নিরাপত্তা কার কেমন থাকবে, তা দেখার জন্য নির্দিষ্ট একটি কমিটি রয়েছে। সেখানে বিষয়টি চূড়ান্ত হওয়ার পরে গোটা বিষয়টি ঠিক হয়েছে।’ এদিকে জেলা পুলিশের তরফ থেকে এও জানা গেছে যে, ‘থ্রেট’ কার ক্ষেত্রে কতটা কী রয়েছে, তা দেখেই নিরাপত্তা দেওয়া হয়। দু বছর আগে কেউ সিকিউরিটি যা হারে পেত, ২০২৩ সালেও সে তাই পাবে তার কোনও মানে নেই! সব দিক খতিয়ে দেখা হয়।’

এই প্রসঙ্গে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী জানান, ‘এটা প্রশাসনিক ব্যাপার, সম্পূ্র্ণভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর শিলাঞ্চলে শান্তি ফিরিয়ে এনেছেন। এখানে অশান্তির কোনও কারণ নেই। থানা, পুলিশ ও প্রশাসন আরও শক্তিশালী হয়েছে। ২০১৯ সালের পর এখানে বিজেপি তাণ্ডব করেছিল, ২০২১ সালের নির্বাচনের পর সেই অবস্থার পরিবর্তন হয়েছে। সেই কারণেই হয়তো প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − twelve =