পুরুলিয়া থেকে প্রার্থী হবেন বারাক ওবামা? বিদ্রুপ সুকান্ত মজুমদারের

নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: পুরুলিয়া থেকে প্রার্থী হবেন বারাক ওবামা? আন্তর্জাতিক হয়ে ওঠার লক্ষ্যে তৃণমূলের পরবর্তী পদক্ষেপ এটাই। শাসক দলকে এই ভাষাতেই বিদ্রুপ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সকালে ট্রেনে করে পুরুলিয়া পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জেলার মাটিতে পা রেখেই শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। মক্কা থেকে নমিনেশন হয়েছে বাংলায়। বিরোধীদের অভিযোগক্রমে হাইকোর্টের নির্দেশে সেই নমিনেশন বাতিল হয়েছে। সুকান্ত মজুমদারের কথায়, যাঁরা এই ঘৃণ্য কাজ করেছেন, তাঁদের প্রত্যেকের চাকরি যাওয়া উচিত।
সায়নী ঘোষকে ইডির ডাক প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্তবাবু জানান, সায়নীর উচিত সব সত্যি কথা বলে দেওয়া। সাংবাদিকদের প্রশ্ন ছিল পুরুলিয়া জেলায় পঞ্চায়েত নির্বাচনে কুড়মি ভোট কেমন প্রভাব ফেলবে? উত্তরে কুড়মি ভোট বিজেপির সঙ্গেই থাকবে বলে জানান সুকান্ত মজুমদার। ডবল ব্যালট ছাপা প্রসঙ্গে পুরুলিয়া জেলা প্রশাসনকে এক হাত নেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘ডিএম, এসপিদের এখন কাজ হয়েছে ডুপলিকেট ব্যালট ছেপে শাসক দলকে নির্বাচনে জেতানো।’ এই বিষয়ে বিজেপি যে আদালতের দ্বারস্থ হতে পারে তাও জানিয়ে দিয়েছেন সুকান্তবাবু। এদিন পুঞ্চায় ও অযোধ্যা পাহাড়ে দু’টি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 7 =