এবছর বাপ্পার আরাধনা হচেছ না শিল্পা শেট্টির (Shilpa Shetty) বাড়িতে। প্রতিবছরই ধুমধাম করে পুজো হত অভিনেত্রীর বাড়িতে। মারাঠি স্টাইলে শাড়ি পড়ে স্বাগত জানাতেন বাপ্পাকে।
কিন্তু এবছর বাপ্পা আসছেন না তাঁর বাড়ি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট লিখে জানান, কুন্দ্রা পরিবার বেশ কিছু কারণের জন্য শোকের মধ্যে যাচেছ। তিনি লেখেন, প্রিয় বন্ধুরা, মনে অনেক দুঃখ নিয়ে আপনাদের জানাচিছ পরিবারের শোকের পরিবেশ থাকার জন্য এবছর গণেশ চতুর্থী উদ্যাপন করতে পারছি না। ফলে আমরা ১৩ দিনের শোক পালন করব, ও কোনও ধর্মীয় অনুষ্ঠান থেকে বিরত থাকব। আশা করব, আপনারা আমাদের পাশে থাকবেন।

উল্লেখ্য, অভিনেত্রীকে শেষ বড় পরদায় দেখা গিয়েছিল সোনল জোশির ছবি ‘সুখী’তে। তবে, শিল্পার পরবর্তী ছবি দক্ষিণী কন্নড় ছবি, নাম কেডি: দ্য ডেভিল, যা একটি অ্যাকশন ড্রামা। শিল্পা ছাড়া ছবিতে রয়েছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত, নোরা ফতেহির মতো বেশ কিছু তারকা।
শোনা যাচেছ, শিল্পার স্বামী রাজ কুন্দ্রাও (Raj Kundra) একটি পঞ্জাবি ছবিতে ডেবিউ করতে চলেছেন।

