বর্ষায় ফের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির দাবি বাঁকুড়ায়

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বর্ষায় ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত রাজ্যজুড়েই। ব্যতিক্রম নয় বাঁকুড়া শহরও। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত, এই শহরে ১৪ জন সহ বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০। যদিও আশার কথা এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তবে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে দাবি বাঁকুড়াবাসীর।
প্রসঙ্গত, গত বছর বাঁকুড়া শহরেই প্রায় ৩০০ জন ডেঙ্গি আক্রান্ত হন। তবে শহরবাসীর একাংশের দাবি, নিয়মিত নিকাশি নালা পরিষ্কার না হওয়া, বিভিন্ন অংশে নোংরা আবর্জনা পরিষ্কার না হওয়াতেই মশার উপদ্রব বাড়ছে। তাঁরা প্রত্যেকেই আতঙ্কিত বলে জানান। বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, ‘শহরজুড়ে সর্বত্র নোংরা আবর্জনা দ্রুত পরিষ্কার করা হবে। বাঁকুড়ার মহকুমা শাসক প্রশান্ত কুমার ভক্ত বলেন, ‘পুর এলাকাতে মাত্র ১৪ জন ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে। ব্লক এলাকায় বিক্ষিপ্ত ভাবে এই ধরণের দু’-একটি ঘটনা নজরে এসেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 17 =