বাংলাদেশে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি। সে দেশের সরকার পড়ে যাওয়ার পর পরিস্থিতি একেবারে অশান্ত হয়ে ওঠে। যার আঁচ ক্রীড়াক্ষেত্রেও পড়েছে। বার বার শোনা যাচ্ছে যে, বাংলাদেশ থেকে সরতে পারে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। এই পরিস্থিতিতে দেশের আর্মি প্রধানের কাছে নিরাপত্তা চেয়ে দারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির পক্ষ থেকে বিসিবির কাছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিল। তাতে বিসিবি পরিস্থিতি জানানোর জন্য সময় চেয়ে নিয়েছে।
মহিলাদের টি-২০ বিশ্বকাপের আয়োজক এ বার বাংলাদেশ। সিলেট ও মিরপুরে টুর্নামেন্ট হওয়ার কথা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ক্রিকেট মহলকে ভাবাচ্ছে যে, বিশ্বকাপের সময় ক্রিকেটাররা নিরাপদ থাকবেন তো? ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামানের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি চাইছে না কোনও ভাবে বাংলাদেশ থেকে টুর্নামেন্ট সরে যাক। তাই আসরে নেমেছে।
২৭ সেপ্টেম্বর থেকে টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম আপ পর্ব শুরু হয়ে যাবে। টুর্নামেন্ট শুরু হবে ৩ অক্টোবর। বাংলাদেশে ডামাডোল পরিস্থিতির কারণ আইসিসি নিবিড়ভাবে দেখছে, আদৌ সেখানে বিশ্বকাপ আয়োজন করা যায় কিনা। বিসিবি আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতিকার আহমেদ মিঠু বলেন, ‘আমরা টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি। সত্যি বলতে কী এই সময় আমরা অনেকেই দেশে নেই। ৮ অগস্ট আমরা আর্মি প্রধানকে মহিলাদের টি-২০ বিশ্বকাপে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছি। কারণ আমাদের হাতে আর মাত্র ২ মাস সময় রয়েছে।’
আইসিসির পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে বিসিবির সঙ্গে। বিসিবি আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান এই প্রসঙ্গে বলেন, ‘দিনদুয়েক আগে আইসিসি আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে। আমরা তাদের জানিয়েছি এই বিষয়ে শীঘ্রই যোগাযোগ করব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের এ বার আইসিসিকে সন্তুষ্ট করতে হবে যে, টুর্নামেন্টের চলাকালীন নিরাপত্তাজনিত সমস্যা হবে না। কারণ এটি দেশের আইন প্রয়োগকারী সংস্থা ছাড়া বোর্ড বা অন্য কেউ দিতে পারে না এবং তাই আমরা চিঠি পাঠিয়েছি এবং তাদের (সেনাবাহিনী) থেকে লিখিত আশ্বাস পেলে আমরা আইসিসিকে জানাব।’