বঙ্গের প্রেক্ষাগৃহে নতুন করে বাংলাদেশের ‘হাওয়া’

কলকাতা: সিনেপ্রেমীদের জন্য সুখবর। বাংলাদেশের ‘হাওয়া’ এবার মুক্তি পাচ্ছে কলকাতা ও আশপাশের প্রেক্ষাগৃহে। চঞ্চল চৌধুরী অভিনীত এই সেই সিনেমা যা দেখতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে নন্দনের বাইরে এমনই লাইন পড়ছিল, যে ভিড় সামলাতে কার্যত হিমসিম খেতে হয়েছিল নন্দন কর্তৃপক্ষ ও পুলিশকে। সোশ্যাল মিডিয়ায় আজ এই খবর শেয়ার করে নিয়েছেন চঞ্চল চৌধুরী নিজেই। আগামী ১৬ ডিসেম্বর এই রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’।                                                  পাশাপাশি সব ঠিক থাকলে গোটা ভারতে এই ছবি মুক্তি পাওয়ার কথা ৩০ ডিসেম্বর। তবে এখনও পর্যন্ত কিছু ছাড়পত্র পাওয়া বাকি।  ছবিটির পরিবেশক ‘রিলায়্যান্স’।

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার এক দিন পরেই শহরে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। অন্যদিকে, ৯৫ তম আকাডেমি অ্যাওয়ার্ডসে প্রবেশের অনুমতি পেয়েছে ‘হাওয়া’। দাবি, সারা বছরে সবচেয়ে বেশি ব্যবসা করেছে এই ছবি।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখতে পাননি অনেকেই। আর সেই আফশোসই যেন মিটিয়ে দিতে প্রেক্ষাগৃহে এবার ‘হাওয়া’-র অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =