বাংলাদেশ ধুঁকছে, জয়ের অপেক্ষায় ভারত

কলকাতা : সকালে ঋষভ পন্থ(১০৯) ও শুভমান গিলের(*১১৯) সেঞ্চুরির পর ৪ উইকেট হারিয়ে ভারতের রান যখন ২৮৭, তখন ডিক্লেয়ার করে দেন অধিনায়ক রোহিত শর্মা। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৫১৫ রান।

তারপর শুরু হয় রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি। ৬৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে হাবুডুবু খাওয়াচ্ছেন রবিচন্দ্রন। বুমরা নিয়েছেন একটি উইকেট। জয় থেকে ভারত আর মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে।

তৃতীয় দিনের শেষে ব্যাট করছেন অধিনায়ক শান্ত (৫১) ও শাকিব আল হাসান (৫)। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৫৮। ম্যাচের এখনও দুদিন বাকি। ফলে চতুর্থ দিনের শুরুতেই বুমরা ও অশ্বিনের বোলিংয়ের সামনে বাংলাদেশ আর কতক্ষণ ২২ গজে টিকে থাকে এটাই এখন দেখার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 19 =