জ্বলছে বাংলাদেশ, পুড়ল প্রাক্তন ক্যাপ্টেনের বাড়িও

আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। এমনকি দেশও ছেড়েছেন। আন্দোলনের জের পড়ছে বাংলাদেশ জুড়ে। আওয়ামি লিগের নেতাদের উপরও আন্দোলনের প্রভাব পড়েছে। এ বার জ্বলল এমপি মাশরাফি মোর্তাজার বাড়িও। নরাইল ২ বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী মাশরাফি মোর্তাজা। আন্দোলেনর প্রভাব পড়েছে তাঁর নরাইলের বাড়িতে। আওয়ামি লিগের বিভিন্ন নেতার বাড়ির পাশাপাশি তাঁর বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর খবর এমনই।

বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতেই নরাইলের সাধারণ মানুষ বিজয়োল্লাসে মাতেন। এরই মাঝে আওয়ামি লিগের বিভিন্ন নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। রেহাই পাননি মাশরাফি বিন মোর্তাজাও। প্রথম আলোর খবর অনুযায়ী, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নরাইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফির বিন মোর্তাজার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এরপর বাড়িতে আগুনও দেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। দেশের হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন। বাংলাদেশ ক্রিকেটে অন্য স্মরণীয় ম্যাচ ২০০৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল সে-বারের ওয়ান ডে বিশ্বকাপ। ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। দুর্দান্ত পারফর্ম করেছিলেন অলরাউন্ডার মাশরাফি। চার উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট টিমকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন মাশরাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 6 =