চেন্নাই : চেন্নাইয়ের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারত হেসেখেলে জয় পেল। রবিবার চতুর্থ দিন সকালেই টাইগারদের ৬ উইকেট তুলে নিয়ে ২৮০ রানে বড় জয় পেল ভারত।
প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। বাংলাদেশ করেছিল মাত্র ১৪৯ রান। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। তাতে বাংলাদেশকে জয়ের জন্য করতে হতো ৫১৫ রান। পাহাড়সম এই রান করতে নেমে তৃতীয় দিন কিছুটা ভালো ব্যাট করলেও চতুর্থ দিন সকালেই ২৩৪ রানেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস। ফলে ২৮০ রানের বড় জয় পেয়ে সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
দ্বিতীয় ইনিংসে অশ্বিন-জাদেজার স্পিনে শেষ বাংলাদেশের ব্যাটাররা। একমাত্র অধিনায়ক শান্ত ও শাকিব ছাড়া কেউই ভরসা দিতে পারলেন না।
বাংলাদেশের উইকেটগুলি ভাগাভাগি করে নিলেন ভারতের দুই স্পিনার অলরাউন্ডার অশ্বিন ও জাদেজা । ৮৮ রানে ৬ উইকেট নিলেন অশ্বিন। ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছেন অশ্বিন। এই নিয়ে ১০ বার টেস্ট ক্রিকেটে ম্যাচের সেরা হলেন। আর ৫৮ রানে ৩ উইকেট নিয়েছেন জাদেজা। আর বুমরা নিয়েছেন ১টি উইকেট।