ঘন কুয়াশার কারণে দমদম বিমানবন্দরে অবতরণ ঢাকাগামী ৬ বিমানের

ঘন কুয়াশার কাণে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ঢাকাগামী ৬ বিমানের। এদিকে বছরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে গোটা বাংলায়। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। তারই জেরে দৃশ্যমান্যতা কম থাকছে সকালের দিকে। এইপ্রতিকূল আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বাংলাদেশগামী আন্তর্জাতিক ছয়টি বিমান বাধ্য হল দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে। সূত্রের খবর, রবিবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। দৃশ্যমানতা কম থাকার কারণে বিমান ওঠা-নামায় হয় সমস্যা। সে কারণেই এদিন ৬টি বিমানকে ঘুরিয়ে এদিন কলকাতা বিমানবন্দরে প্রায়োরিটি ল্যান্ডিং করানো হয়।

বিমানবন্দর সূত্রে খবর, কুয়েত থেকে ঢাকা গামী বিমান জাজিরা এয়ারলাইন্সের জে নাইন-৫৩১ বিমানটিকে এদিন জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে নামানো হয়। বিমানটিতে ছিলেন ১৬৮ জন যাত্রী। অন্যদিকে দমন থেকে ঢাকা যাচ্ছিল বাংলাদেশের বিমান বিজি-৩৫০। বিমানে ছিলেন ২৬৯ জন যাত্রী এবং ১৩ জন কেবিন ক্রু। এই বিমানটিও এদিন কলকাতায় জরুরি ভিত্তিতে অবতরণ করে। এদিকে কুয়েত থেকে ঢাকা আসছিল কুয়েত এয়ারলাইন্সের কেইউ ২৮৩ বিমান। এই বিমানে ছিলেন ১৬১ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু। এই বিমানটিকেও এদিন কলকাতায় জরুরি ভিত্তিতে অবতরণ হয়।

এছাড়াও শারজা থেকে ঢাকাগামী এয়ার আরোবিয়ার বিমান জি নাইন ৫১২-কেও অবতরণ করানো হয় দমদম আন্তর্জাতিক বিমান বন্দরে। এই বিমানে ১৪৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু ছিলেন। দুবাই থেকে ঢাকা আসছিল বাংলাদেশের আরও একটি ১৪৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু ছিলেন ওই বিমানেও। এই দুই বিমানও এদিন জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এদিকে বাহারিন থেকে ঢাকা যাচ্ছিল গলফ এয়ারের জিএফ ২৫০ বিমান। তাতে যাত্রী  ছিলেন ২৭৮ জন। ছিলেন ১০ জন কেবিন ক্রুও। এটিকেও দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করানো হয়। এরপর ঢাকা বিমানবন্দরে আবহাওয়ার উন্নতি হওয়ার পর এবং দৃশ্যমানতা বাড়তেই কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দেয় বিমানগুলি। এদিকে বিমানগুলি কলকাতায় বিমানবন্দরে অপেক্ষা করলেও যাত্রীদের কাছে ভারতের মাটিতে নামার বৈধ কাগজ না থাকায় নিয়মানুসারে তাঁদের আটকে থাকতে হয় বিমানের মধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 7 =