রাজনৈতিক বিতর্ক সরিয়ে হিট ‘প্রজাপতি’, নতুন বছরেও থাকছে দেবের চমক

কলকাতা:মিঠুন-দেবের ‘প্রজাপতি’ হিট বক্স অফিসে। ইংরেজি নিউ ইয়ারে বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ দেখতে ঝাঁ চকচকে প্রেক্ষাগৃহেও উপচে পড়েছিল ভিড়। রিয়েল লাইফে একজন পদ্ম শিবিরের অন্য জন ঘাসফুল শিবিরের। তবে রাজনীতি-রাজনীতিকদের, শিল্প শিল্পীদের তা ফের প্রমাণ করেছেন মিঠুন-দেব জুটি। তাই ‘হল’ পাওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, সিনেমার গুণেই দর্শক মনে জায়গা করে নিয়েছে নতুন বাংলা ছবিটি।

২০২২-এর শেষ সপ্তাহে রেকর্ড ব্যবসা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ছবিটি। প্রযোজনা সংস্থার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছিল, শহর এবং শহরতলি এলাকার ৩৬টি হল হাউজফুল হয়েছিল। ফলে ওইদিন যে ছবিটি ভালো ব্যবসা করেছে তা বোঝাই যাচ্ছে। নতুন বছরেও বক্স অফিসে প্রজাপতি ঝড় অব্যাহত। জানা গিয়েছে, ১ জানুয়ারি এক কোটি টাকারও বেশি আয় করেছে দেব-মিঠুন অভিনীত প্রজাপতি। বিষয়টির সত্যতা যাচাই করতে দেবের টিমের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরাও খবরে সিলমোহর দিয়েছে।

বক্স অফিসে প্রজাপতির জয়জয়কার নিয়ে কী বলছেন সিনেমা হলের মালিকেরা? এ প্রসঙ্গে নবীনা সিনেমা হলের মালিক নবীন চৌখানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “খুব ভালো চলছে প্রজাপতি। বছর শেষের সপ্তাহে প্রায় রোজই হাউজফুল ছিল। ১ জানুয়ারিও তাই।” তাঁর সংযোজন, “এই সপ্তাহেও যে হারে বুকিং হচ্ছে, তাতে হাউজফুল হবে এই সিনেমা। আমার মতে, আগামী ১৪ দিন এভাবেই চলবে ছবিটি।”

অন্য দিকে, ইংরেজি নব বর্ষে ফেসবুক লাইভে এসে দেব সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেছেন, ‘২২ ডিসেম্বর ২০২৩, আমরা ফিরছি আমাদের স্বপ্নের ছবি নিয়ে। ছবির নাম ও অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে শীঘ্রই।’  শেয়ার করেছেন দু’টি ছবি। যেখানে দেবের সঙ্গে দেখা যাচ্ছে অতনু রায় চৌধুরী ও অভিজিৎ সেনকে। টনিক ও প্রজাপতির সাফল্যের পর আগামী বছরের শেষেও পর্দায় ফিরবে অভিজিৎ সেন ও দেব জুটি। তবে ছবি নিয়ে বিশেষ কিছু এখনই ফাঁস করতে চাইছেন না দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 11 =