মুম্বই : নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আরবিআই-এর এই ঘোষণার পর মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। শুক্রবার মুম্বইয়ে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের বাইরে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। আরবিআই-এর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে শতাধিক অ্যাকাউন্ট হোল্ডার নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে ব্যাঙ্কের শাখায় ছুটে যান। বিশাল জনসমাগম দেখে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্যাপক পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করে।
মুম্বইয়ের নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের কার্যকারিতার উপর বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। আরবিআই-এর এই নিষেধাজ্ঞার পর, ব্যাঙ্কের আমানতকারীরা আর তাঁদের অ্যাকাউন্টে জমা করা টাকা তুলতে পারবেন না। এমনকী নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক এখন থেকে কোনও ঋণ দিতে অথবা কোনও টাকা লেনদেন করতে পারবে না। এই নিষেধাজ্ঞা ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, বৃহস্পতিবার ব্যবসা বন্ধের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য কার্যকর হবে, এমনটাই জানিয়ে দিয়েছে আরবিআই।
নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের একজন গ্রাহক বলেছেন, “আমরা গতকালই টাকা জমা দিয়েছিলাম, কিন্তু তাঁরা কিছুই বলেনি। তাদের আমাদের বলা উচিত ছিল যে এমনটা ঘটতে চলেছে… তারা বলছে, আমরা নিজেদের টাকা ৩ মাসের মধ্যে পেয়ে যাব। আমাদের ইএমআই আছে, কিভাবে দেব বুঝতে পারছি না।”