বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা মামলায় গ্রেপ্তার হওয়া রেলওয়ের তিন আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা এবং প্রমাণ লোপাটের অভিযোগ করেছে সিবিআই।
২ জুন এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে গত ৭ জুলাই সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল) অরুণ কুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এই তিন রেল আধিকারিকই বালেশ্বর জেলায় মোতায়েন ছিলেন। এই তিন আধিকারিকের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
এদিন ভুবনেশ্বরের বিশেষ সিবিআই আদালতে এই মামলার চার্জশিট পেশ করেছে সিবিআই। অনিচ্ছাকৃত হত্যা এবং প্রমাণ লোপাটের পাশাপাশি রেলওয়ের আইনের ১৫৩ ধারাতেও অভিযুক্ত করা হয়েছে ওই তিন রেল আধিকারিককে। চার্জশিটে সিবিআই অভিযোগ করেছে, বাহানাগা বাজার স্টেশনের কাছে ৯৪ নম্বর লেভেল ক্রসিং গেট মেরামতের কাজের দায়িত্বে ছিলেন অরুণ কুমার মোহান্ত। কিন্তু, তিনি ওই গেট মেরামতে ৭৯ নম্বর লেভেল ক্রসিং গেটের সার্কিট ডায়াগ্রাম ব্যবহার করেছিলেন।
সিবিআই আরও বলেছে, পরীক্ষা-নিরীক্ষা, ওভারহলিং এবং সংকেত ব্যবস্থা ও ইন্টারলকিং ব্যবস্থাগুলির বদল, অনুমোদিত পরিকল্পনা এবং নির্দেশ অনুযায়ী হয়েছে কি না, তা দেখার দায়িত্ব ছিল অভিযুক্তদের। কিন্তু, তাঁরা তা করেননি।