নিজস্ব প্রতিবেদন, পশ্চিম বর্ধমান:২০২৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলায় তৃণমূলের জয়জয়কার, রাজ্যজুড়ে উড়ছে সবুজ ঝড়। রাজ্যের মানুষ শেষ পর্যন্ত ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। লক্ষীর ভান্ডারই তৃণমূলের ভোট ভান্ডার ভরিয়ে দিয়েছে রাজ্যে। ব্যর্থ হয়েছে বিরোধী দলের তোলা নানান ইস্যু। আসানসোল কেন্দ্রে বিগত লোকসভার উপনির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান এবার অনেকটাই কমল বটে, তবে আসানসোল আসনটি নিজেদের দখলেই রাখতে সক্ষম হল তৃণমূল কংগ্রেস।
২০২২ সালে এই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ৩ লক্ষের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে আসানসোল তৃণমূলের হাতে তুলে দিয়েছিলেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। এবারও তাঁকেই আসানসোল কেন্দ্রে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত তিনিই জিতলেন, তবে ব্যবধান অনেকটাই কমে গেল। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে পরাজিত করলেন তৃণমূল প্রার্থী বিহারীবাবু।
এবার আসানসোল লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই ছিল। শেষ হাসি হাসলেন বলিউডি অভিনেতা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ৬৩ হাজার ভোটে জয়ী হলেন তিনি। অন্যদিকে, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি ফের তৃণমূলের দখলে ফিরে এল। বিজেপির তারকা প্রার্থী দিলীপ ঘোষকে শেষ পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজার ৯৯৯ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হলেন বিশ্বকাপ জয়ী তৃণমূলের ক্রিকেটার প্রার্থী কীর্তি আজাদ।