মুর্শিদাবাদ : “অনুব্রত মণ্ডল জামিনে মুক্তি পেলেন মানেই তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা হয়ে যায় না।” বীরভূমের পাশের জেলা মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অধীর চৌধুরী মঙ্গলবার এই কথা বলেন।
গরু পাচার মামলায় জামিনে মুক্ত হয়ে নিচুপট্টিতে নিজগৃহে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তা নিয়ে শাসক দলের একাংশ যেমন উচ্ছ্বসিত এবং এই ধারণা তৈরিতে সচেষ্ট যে সিবিআই বা ইডি অনুব্রতকে এখনও দোষী প্রমাণিত করতে পারল না, তেমনই পাল্টা সমালোচনাও এল।
অধীর চৌধুরী সাংবাদিকদের বলেন, “সিবিআই ও ইডি তদন্তের সময়ে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেগুলো তারা চার্জশিটেও লিখেছে। এই হিসাব বহির্ভূত আয়ের উৎস কী? কোথা থেকে এসেছিল এই বিপুল টাকা? একটা লোক মাছ বেচতে বেচতে এতগুলো চাল কলের মালিক হয়ে গেল, এমনি এমনিই!”