নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: খবরের কাগজ দিয়ে প্রতিমা থেকে মণ্ডপ তৈরি করে নজর কাড়ল বর্ধমান-২ ব্লকের বড়শুল বাজেশালেপুর পরিমল স্মৃতি সংঘের সরস্বতী পুজো। ৫০তম বর্ষে পদার্পণ করেছে এই সংঘের সরস্বতী পুজো। এবছর তাদের থিম ভৌতিক পরিবেশে প্রতিমা দর্শন এবং মণ্ডপের ভেতরে মূল প্রতিমা প্রায় পাঁচ কেজি খবরে কাগজ দিয়ে প্রায় সাড়ে চার ফুট উচ্চতার। এখানে দেবী চতুর্ভুজা, অঙ্গের সাজ থেকে প্রতিটি অংশ খবরে কাগজের টুকরো দিয়ে বানানো। মণ্ডপে ঢুকতেই দর্শনার্থীরা প্রথমে দেখতে পাবেন ভৌতিক পরিবেশ, কিছুটা এগোতেই মণ্ডপের চার সাইডে খবরে কাগজের কাজ। শিল্পীর এই কাজে খুশি উদ্যোক্তারা থেকে শুরু করে দর্শনার্থীরা।
শিল্পী সায়ন্তন মজুমদার বলেন, ‘আমি এই ক্লাবেরই সদস্য, মাটির মূর্তি তৈরি করতাম। কিন্তু পুজোর পর তা বিসর্জন দেওয়া হয়। বর্তমানে প্লাস্টিক থার্মোকল, রাসায়নিকের ব্যবহার ছড়াচ্ছে দূষণ। তাই ভাবলাম অল্প খরচে পরিবেশ বান্ধব মূর্তি তৈরি করব। বেছে নিলাম এই খবরের কাগজ। আমার এই মূর্তি তৈরি করতে দু’মাস সময় লেগেছে।’
ক্লাবের সভাপতি ধনঞ্জয় সরকার বলেন, ‘সায়ন্তন ছোট থেকেই মূর্তি তৈরি করতেন। কাগজের মূর্তি তৈরির ভাবনার কথা সংঘকে জানাতেই আমরা উৎসাহ দিই। এরপর নিজের হাতেই এই মণ্ডপ তৈরি করেছেন, খবরের কাগজে উপকরণ ব্যবহার করে। যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।’