কাউন্টিতে একের পর এক সেঞ্চুরি, ভারতীয় টিমে ফেরার স্বপ্ন দেখছেন পূজারা

ইংল্যান্ডের মাটিতে একের পর এর সেঞ্চুরি হাঁকাচ্ছেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা। কাউন্টিতে ভালো পারফর্ম করতে করতে ভারতীয় টিমে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন পূজারা। ৩৫ বছরের পূজারা কাউন্টিতে ফিরেই সেই চেনা মেজাজে। ওয়ান ডে কাপ টুর্নামেন্টে সাসেক্সের হয়ে তিনি এ বার দুরন্ত ব্য়াটিং করলেন। সামারসেটের বিরুদ্ধে ১১৩ বলে তিনি করলেন ১১৭*। ভারতের এই ডানহাতি ব্যাটারের অপরাজিত ইনিংসই প্রমাণ করে দিচ্ছে তিনি আবার নতুন করে নির্বাচকদের খাতায় ঢুকে পড়ার লড়াই শুরু করে দিয়েছেন। কাউন্টিতে গত তিন ম্যাচে ২টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরির পর পূজারা জানিয়ে দিলেন, ভারতীয় টিমে ফেরা নিয়ে তিনি ভাবছেন। চলতি অগস্টে চেতেশ্বর পূজারা আবার কাউন্টি ক্রিকেটে ফিরেছেন। এখনও অবধি সাসেক্সের হয়ে তিনি ৪টি ম্যাচ খেলেছেন। তাতে তিনি করেছেন যথাক্রমে ২৩, ১০৬*, ৫৬ ও ১১৭* রান। সামারসেটের বিরুদ্ধে চেতেশ্বর পূজারার সেঞ্চুরিতে ভর করে জিতেছে সাসেক্স। ওই ম্যাচের পর সাসেক্স ক্রিকেটটে দেওয়া এক সাক্ষাৎকারে পূজারা জানান, তিনি ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখা বন্ধ করছেন না। চলতি বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভালো পারফর্ম করতে পারেননি পূজারা। এরপর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের যে টেস্ট স্কোয়াড ছিল, তাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে রাখা হয়নি পূজারাকে। কিন্তু তিনি এখনই হাল ছাড়তে নারাজ। পূজারা ভারতীয় দলে ফেরা নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি যে জিনিসগুলো আমি নিয়ন্ত্রণে রাখতে পারব, সেটা নিয়ন্ত্রণে রাখার। আমি যেখানেই খেলি না কেন, যত বেশি সম্ভব রান করতে চাই। আমি প্রথম-শ্রেণির ক্রিকেটে যত বেশি রান করব, তত আমার জাতীয় দলে ফেরার সুযোগ বাড়বে। যদিও আমি বর্তমানেই থাকতে চাই। এবং একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কয়েকদিন আগে ২টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। এ বার সামনের কয়েকটা মাসে ভারতীয় ক্রিকেটাররা কোনও টেস্ট ম্যাচ খেলবেন না। ২৬ ডিসেম্বর আবার টেস্ট ক্রিকেটে ফিরবে ভারতীয় দল। তাই এত দূরের কথা চিন্তা না করে সাসেক্সকে সাফল্য দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন পূজারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =